জাতি হিসেবে আমাদের কাছে ডিসেম্বর মাসের অর্থই অন্য রকম। এ মাসেই যে আমাদের বিজয়ের দিন! অত্যাচার-নিপীড়ন, হত্যা, সাম্রাজ্যবাদী চোখ রাঙানী- সবকিছুকে উপেক্ষা করে আজ হতে চার দশক আগে ডিসেম্বর ১৬, ১৯৭১ জন্ম নেয় এক নবীন শিশু। বাংলাদেশ তার নাম।
'বিজয়ী হয়ে ফিরব, নইলে ফিরবই না'- এই অনন্য প্রতিজ্ঞায় ভর দিয়ে যে দেশের লাখো তরুণ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, বিজয়তিলক সেদেশের ললাটলিখন হিসেবে অবধারিত হয়ে পড়ে। বিশ শতকের বিশ্ব রাজনীতির বিস্ময় বাংলাদেশের ক্ষেত্রেও তাই ঘটেছে।
কেমন ছিলেন এই তরুণেরা, জাতি সম্মানভরে যাঁদের নাম দিয়েছে মুক্তিযোদ্ধা? রাত জেগে বই পড়ে, ঠিক সময়ে খাওয়া-গোসল না করে, সন্ধ্যার অনেক পরে বাসায় ফিরে মায়ের বকুনি খাওয়া এক একটা আটপৌরে সাদাসিধে ঘরের ছেলে। অথচ, চোখের নিমিষে কেমন করে বদলে গেল তারা! বুকের ভেতরে জ্বলে উঠল অসীম সাহসের আগুন। মুরগি জবাই দেখতে পারতো না যে ছেলে, সেই দীর্ঘ ন'মাস ধরে রক্তের নদীতে সাঁতার কেটেছে! তারা লড়েছেন সেদিন 'সময়ের প্রয়োজনে'।
'বিজয়ী হয়ে ফিরব, নইলে ফিরবই না'- এই অনন্য প্রতিজ্ঞায় ভর দিয়ে যে দেশের লাখো তরুণ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, বিজয়তিলক সেদেশের ললাটলিখন হিসেবে অবধারিত হয়ে পড়ে। বিশ শতকের বিশ্ব রাজনীতির বিস্ময় বাংলাদেশের ক্ষেত্রেও তাই ঘটেছে।
কেমন ছিলেন এই তরুণেরা, জাতি সম্মানভরে যাঁদের নাম দিয়েছে মুক্তিযোদ্ধা? রাত জেগে বই পড়ে, ঠিক সময়ে খাওয়া-গোসল না করে, সন্ধ্যার অনেক পরে বাসায় ফিরে মায়ের বকুনি খাওয়া এক একটা আটপৌরে সাদাসিধে ঘরের ছেলে। অথচ, চোখের নিমিষে কেমন করে বদলে গেল তারা! বুকের ভেতরে জ্বলে উঠল অসীম সাহসের আগুন। মুরগি জবাই দেখতে পারতো না যে ছেলে, সেই দীর্ঘ ন'মাস ধরে রক্তের নদীতে সাঁতার কেটেছে! তারা লড়েছেন সেদিন 'সময়ের প্রয়োজনে'।